রাজশাহী বিভাগে শীর্ষে মাছ উৎপাদনকারী জেলা নাটোর

নাটোর প্রতিনিধি : রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উদ্বৃত্ত মাছ উৎপাদনকারী জেলা হচ্ছে নাটোর। এ জেলায় প্রতি বছর ৩৪ হাজার ১৭৩ মেট্রিকটন বেশি উদ্বৃত্ত মাছ উৎপাদন হয়। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো হয়। ফলে জেলার ১৮ লাখ ৫৯ হাজার ৯২১ জন জনগোষ্ঠীর মাছের আমিষ পূরণ হচ্ছে, পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে ২৫ হাজার ৮৫০ জন মৎস্যচাষি।
নাটোর জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নাটোর জেলায় বছরে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন হয় প্রায় ৭৮ হাজার ৬৩৮ মেট্রিক টন এবং প্রাকৃতিক উৎস থেকে প্রায় ১৭ হাজার ৮৬৬ মেট্রিক টন। মাছের খাদ্য চাহিদা ৪০ হাজার ৭৩২ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে ৩৪ হাজার ১৭৩ মেট্রিক টন। যা রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে উদ্বৃত্ত মাছ। ফলে রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উদ্বৃত্ত মাছ উৎপাদনকারী জেলার তালিকায় রয়েছে নাটোর। দ্বিতীয় সর্বোচ্চ উদ্বৃত্ত মাছ উৎপাদনকারী জেলার তালিকায় রয়েছে নওগাঁ এবং তৃতীয় স্থানে রাজশাহী, চতুর্থ স্থানে বগুড়া, পঞ্চম স্থানে পাবনা ৬ষ্ঠ স্থানে জয়পুরহাট জেলা।
অপরদিকে চাহিদার তুলনায় মাছ উৎপাদনে ঘাটতিতে রয়েছে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মৎস্য বিভাগের মতে, বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ নাটোর জেলা থেকে প্রতিদিন গড়ে ১৬০ ট্রাক এবং মৌসুমে প্রতিদিন গড়ে ২৪০ থেকে ২৫০ ট্রাক মাছ যায় ঢাকাসহ সারা দেশে।
সূত্র জানায়, প্রতিবছর উদ্বৃত্ত মাছ উৎপাদন হয় নাটোর জেলায় ৩৪ হাজার ১৭৩ মেট্রিক টন, নওগাঁয় ২৬ হাজার ৭৮৯ মেট্রিক টন, রাজশাহীতে ২৪ হাজার ৬৬৬ মেট্রিক টন, বগুড়ায় ২২ হাজার ৭শ’ মেট্রিক টন, পাবনায় ১০ হাজার ৮৮৫ মেট্রিক টন ও জয়পুরহাট জেলায় ৫ হাজার ৪১৬ মেট্রিক টন। অপরদিকে মাছ উৎপাদনে ঘাটতিতে থাকে সিরাজগঞ্জ জেলায় ৫৪১ মেট্রিক টন ও চাঁপাইনবাবগঞ্জে ১৮ হাজার ৬৮ মেট্রিক টন।
আরও পড়ুননাটোর জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, এ জেলায় প্রতি বছর চাহিদার তুলনায় উদ্বৃত্ত মাছ উৎপাদন হওয়ায় বছরজুড়ে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অন্তত ২৫ হাজার ৮৫০ জন মৎস্য চাষিসহ সংশ্লিষ্টরা। পাশাপাশি জেলার বৃহৎ জনগোষ্ঠীর খাদ্যে আমিষের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির জন্য পাঠানো হয় এখানকার উৎপাদিত মাছ। এছাড়া এ জেলায় উৎপাদিত মাছ সরাসরি ভারতেও রপ্তানি হয়। এতে রপ্তানি খাত থেকে বছরে বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করছে মাছ।
তিনি বলেন, মৎস্যচাষিরা উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করার ফলে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়ছে, অপরদিকে মাছ বাজারজাত ব্যবস্থা সহজীকরণ ও ভাল দাম পাচ্ছেন। ফলে এ সেক্টর থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে প্রতিনিয়ত জেলায় মাছ চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া জেলায় প্রতিবছর বর্ষাকালীন সময়ে প্রাকৃতিক উৎস প্লাবন ভূমি থেকে মাছ উৎপাদনের পরিমাণও আশানুরুপ হওয়ায় মাছ উৎপাদনকারীর সাথে সাথে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বিপুল সংখ্যক মৎস্যজীবীও। তাই মাছ চাষে উৎসাহ সৃষ্টিসহ উৎপাদন বাড়াতে জেলা মৎস্য বিভাগ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন