ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা মুয়াজ্জিনের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা মুয়াজ্জিনের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ শনিবার (১ মার্চ) নেকমরদ ইউনিয়নে দুপুরে উপজেলার মধ্য ভবানন্দপুর এলাকার বামুনপাড়া সামসউদ্দিনের হাস্কিং মিলের অদূরে (৫০০ গজ দূরে) একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় খায়রুল ইসলাম নামে এক মসজিদের মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত খায়রুল মধ্য ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন।

এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার রাতে খায়রুল বাড়ি থেকে খেয়ে দেয়ে মিলের উদ্দেশ্য বের হন। আজ শনিবার (১ মার্চ) সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন। পুলিশ জানান, সুরতহাল শেষে লাশের হাত-পা বাধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগ নিষিদ্ধের দাবিতে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান আব্দুল হান্নান মাসউদের

'আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে' উত্তাল যমুনা

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ : আসিফ মাহমুদ

আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফায়সালা: নাহিদ ইসলাম

 ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার