ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১

সুধারাম মডেল থানা

নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্কুলছাত্রীকে অপরণের পর ধর্ষণের ঘটনায় মো. মাসুদ নাকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (১ মার্চ) ভোরে শহরের হাউজিং এলাকায় অচেতন অবস্থায় অপহৃত স্কুলছাত্রীকে ফেলে চলে যায় অপহরণকারী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে শনিবার ভোরের দিকে শহরের হাউজিং এলাকায় বোনের বাসার কাছাকাছি ওই স্কুলছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়। 

খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও স্কুলছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতলে ভর্তি করায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন

চিকিৎসক ও তার পরিবারের ধারণা, ওই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চৌধুরী প্রমোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাসুদসহ তিনজনকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতে যোগ দিয়ে কত পেয়েছিলেন ঐশ্বরিয়া

পাবনায় ফসলি জমির মাটি কাটার দায়ে ১৪ জন আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই: অমিত হাসান

পুকুরে ঝাঁপ দিয়েও গ্রেপ্তার এড়াতে পারেন নি বাবুল

বগুড়ার শিবগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, দুই বাড়িতে আগুন ও লুট : গ্রেফতার ৭

পারভেজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে টিনা