ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে অফিস সহকারীর মৃত্যু

বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে অফিস সহকারীর মৃত্যু

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে আব্দুল মালেক (৪০) নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফারুক (৩০) নামের একজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে বিয়াম কার্যালয় ভবনের পঞ্চমতলায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। ফারুককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহত আব্দুল মালেকের ভাই মো. সোহেল বলেন, আমার ভাই বিয়াম ফাউন্ডেশনে অফিস সহায়ক (পিয়ন) হিসেবে কর্মরত ছিলেন। ওই অফিসেই থাকতেন। রাতে যে কোনো সময় তিনি ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণ হয় । এই ঘটনায় আমার ভাইসহ ফারুক নামের আরও একজন দগ্ধ হলে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে আমার ভাইকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও ফারুককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, নিহত আব্দুল মালেক পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাছিপাড়া গ্রামের মৃত আলী খানের সন্তান। বর্তমানে তিনি হাতিরঝিলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস ভবনে থাকতেন।

আরও পড়ুন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হাতিরঝিলে নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অফিসের রুমে এসি বিস্ফোরণ হয়ে মো. ফারুক নামে এক ব্যক্তি আমাদের এখানে এসেছেন। তার শ্বাসনালীসহ শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড