ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকার ইস্কাটনের বিয়াম ভবনে এসি বিস্ফোরিত হয়ে নিহত ১

ঢাকার ইস্কাটনের বিয়াম ভবনে এসি বিস্ফোরিত হয়ে নিহত ১

নিউজ ডেস্ক:   রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আবদুল মালেক খান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আবদুল মালেক খান ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন মো. ফারুক (৪০) নামের এক গাড়িচালক। আবদুল মালেকের বাড়ি বাউফলে।


ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খান  বলেন, এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, এসি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আবদুল মালেক খানকে আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

মৃতের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই ওই কার্যালয়ের ৫০৪ নম্বর রুমে ঘুমাতেন। গত রাতে তিনি ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ঘরের এসি বিস্ফোরিত হয়ে ভাই মারা গেলেন। কিন্তু গাড়িচালকের সামান্য আহত হওয়ার বিষয়টি রহস্যজনক বলে জানান তিনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa

সরকার কেন হত্যা নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে, প্রশ্ন তারেক রহমানের