ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কয়েক মিটার ধাওয়া করে মাদক সম্রাটকে গ্রেপ্তার

 কয়েক মিটার ধাওয়া করে মাদক সম্রাটকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের রাজাপুর এলাকায় হেরোইন বিক্রি করতে আসা মাদক সম্রাট মোরশেদকে কয়েক মিটার দৌড়ে আটক করলেন ধামরাই থানার এসআই জিয়াউর রহমান।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজাপুর এলাকা থেকে এভাবেই হেরোইনসহ আটক হন মো. মোরশেদ (৩৫) নামের এই মাদক কারবারি। 

আটক মো. মোরশেদ ধামরাইয়ের আমতা ইউনিয়নের কাচা রাজাপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, মোরশেদকে আটকের সময় তার কাছে ৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। 

আরও পড়ুন

উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‌‘আমি আমতা ইউনিয়নের দায়িত্বে রয়েছি। গোপন সংবাদে জানতে পারি, মাদক সম্রাট মোরশেদ আলী হেরোইন বিক্রির জন্য ওই এলাকায় অবস্থান করছে। দেখার সঙ্গে সঙ্গে আমরা তাকে ঘেরাও করি। তখনই সে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমিসহ আমার সঙ্গীয় ফোর্স তার পেছনে দৌড়ে কয়েক মিটারের মধ্য থেকেই তাকে আটক করে ফেলি। এরপর তাকে হ্যান্ডকাফ পরাই। এরপর সবার সামনে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন পাই। তাকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি গেল এক সপ্তাহ আগে ধামরাই থানায় যোগ দেই। এরইমধ্যে দুটি মাদক সংক্রান্ত আসামি গ্রেপ্তার করি। এছাড়া জুয়ারিও গ্রেপ্তার করেছি। ধামরাইয়ে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত

দেশ গঠনে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভ্যালেন্সিয়ার জালে আধ ডজন গোলে বার্সেলোনার জয়

ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত বেড়ে ৩