ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

বগুড়ার গাবতলীতে এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত  

বগুড়ার গাবতলীতে এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত, ছবি: দৈনিক করতোয়া 

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহতরা গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো-গাবতলীর নিজ দূর্গাহাটা গ্রামের বাবুর ছেলে নুরুন্নবী (১৭) এবং একই ইউনিয়নের পনিরপাড়া গ্রামের মৃত তোজামের ছেলে মেহেদী হোসেন (১৫)। আহত নুরুন্নবী দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির এবং মেহেদী হাসান ৮ম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে ছাত্রদের চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদেরকে গাবতলী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, প্রোগ্রামের শেষ মুহূর্তে চেয়ারে বসা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। তবে তারা স্কুলের বাহিরে গিয়ে ছুরিকাঘাতের ওই অনাকাঙ্খিত ঘটনা ঘটায়।

আরও পড়ুন

থানার ওসি আশিক ইকবাল বলেন, ঘটনা শোনার পরপরই পুশিল ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কবর জিয়ারত করতে মহানবী (সা.) যা বলেছিলেন

গাজীপুরে পিকআপের চাপায় অটোচালক নিহত

শাকিব খানের মতো হতে চান ভাবনা

আনন্দ-মুখর পরিবেশে বান্দরবানে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

দাবি আদায়ে কেন যমুনা ঘেরাও করতে হলো?- রাশেদ | Rashed Khan | Daily Karatoa

চট্টগ্রামে পাঁচলাইশ থেকে কিশোর গ্যাংয়ের ১২ জনকে গ্রেপ্তার