ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ করেছে তালেবান সরকার

সংগৃহীত,স্কুল শিক্ষার্থীদের নতুন পোশাক নির্ধারণ করেছে তালেবান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : স্কুল শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক নির্ধারণ করেছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান সরকার। তারা স্কুলগুলোর জন্য ইস্যু করা এক নোটিশে জানিয়েছে, আগামী ২২ মার্চ থেকে শিক্ষার্থীদের নতুন পোশাক পরতে হবে। ওইদিন থেকে দেশটিতে সৌর নতুন বছর ১৪০৪ শুরু হবে।

এতে বলা হয়েছে, প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের পরতে হবে নীল রঙের শার্ট ও প্যান্ট। সঙ্গে থাকতে হবে সাদা টুপি। অপরদিকে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাদা জামা ও প্যান্ট পরতে হবে। একইসঙ্গে মাথায় দিতে হবে সাদা টুপি ও টারবান।

নতুন এ নির্দেশনায় মেয়ে শিক্ষার্থী ও শিক্ষিকাদের পোশাকের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। যদিও দেশটির স্কুলগামী মেয়েদের কালো পোশাক পরতে হয়। এছাড়া ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফপ্যান্ট উল্লেখ না করে সরাসরি প্যান্ট পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে এই নির্দেশনা প্রকাশের পর তালেবান সরকার বিরোধীরা এটির সমালোচনা করেছেন। তারা বলছেন, সিলেবাস ও পোশাক পরিবর্তন করে তালেবান পুরো শিক্ষা ব্যবস্থাকে `তালেবানে পরিণত’ করেছে। তারা বলছেন, তালেবান তাদের ধ্যান-জ্ঞানকে এখন আফগান তরুণদের মাঝে ঢোকানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

তাদের নতুন এ নির্দেশনা আফগান শিক্ষা ব্যবস্থার ওপর আগামী কয়েক বছরে কেমন প্রভাব ফেলবে এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: খামা প্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ

বগুড়ার কাহালুতে দুই বৈদ্যুতিক মিটার চোর গ্রামবাসীর হাতে আটক

দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদক’র অভিযান, ২ জনের কারাদণ্ড

বগুড়ায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার আদমদীঘিতে পোল্ট্রি ফার্মের সহস্রাধিক মুরগির বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা