বগুড়ায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ছোট ভাই মীর গোলাম কিবরিয়া হত্যার দায়ে বড় ভাই মীর এরফান আলীকে (৫৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (৭ মে) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (বড় বাজার) গ্রামের মীর গোলাম কিবরিয়ার বাড়ির কাজের ছেলে লিটন শেখ বিগত ২০১৩ সালের ১৮ জুন বিকেল সাড়ে ৬টার দিকে বাড়িসংলগ্ন গাছ থেকে একটি কাঁঠাল পাড়ার জন্য গাছে ওঠে। এসময় পূর্ব শক্রতার জের ধরে মীর এরফান আলীসহ অন্যান্যরা এসে গালিগালাজ শুরু করলে ছোট ভাই মীর গোলাম কিবরিয়া বাড়ির ভেতর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে মীর গোলাম কিবরিয়ার ওপর চড়াও হন এবং মারপিটসহ ধারালে চাকু দিয়ে বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত গোলাম কিবরিয়ার স্ত্রী জেরিন আফরিন কনা বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলাটি তদন্ত শেষে এসআই শাহিনুর আলম ওই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অপর তিন আসামি মীর ছানোয়ার হোসেন, ফাতেমা বেগম ও মিনু বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. আবু হায়াত মোস্তফা কামাল পরাগ, তাকে সহযোগিতা করেন অতিরিক্ত পিপি এড. আরাফাত খাতুনে জান্নাত নীলা এবং আসামি পক্ষে এড. আবু বক্কর সিদ্দিক।
মন্তব্য করুন