বগুড়ায় চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর তল্লাশি, দেড়লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যৌথ বাহিনী চারটি স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি মোটরসাইকেল আটক করে প্রায় দেড়লাখ টাকা জরিমানা করা হয়। বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দীন করতোয়া’কে জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে এই চেকপেস্ট কার্যক্রম শুরু করা হয়।
রাত ৮টার পরও এই কার্যক্রম অব্যাহত ছিল। শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল এলাকায় শেরপুর রোড়ে, সেউজগাড়ী আমতলা এলাকায় স্টেশন রোডে, শহরের জেলখানা মোড়ে ও বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে যৌথ বাহিনী চেকপোস্ট বসায়।
আরও পড়ুনসেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এসব চেকপোস্টে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রেবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। সেইসাথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশকয়েকটি মোটরসাইকেল আটক করে মামলা দিয়ে প্রায় দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মন্তব্য করুন