পঞ্চগড়ের দেবীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : আটক স্বামী

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে তাছমিনা আক্তার দীপা (৩৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধা ছয়টা'য় রাজুর বাড়ি থেকে দীপার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে দেবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আহসান হাবীব রাজুকে (৩৫) আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। রাজু উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে উভয় পরিবারের সম্মতিতে দীপার সাথে বিয়ে হয় রাজুর। বিয়ের কিছুদিন পর থেকেই ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে দীপাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে রাজু। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবারো যৌতুকের দাবিতে দীপাকে শারিরীক নির্যাতন করে রাজু। পরে দীপা অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনএদিকে বোনের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করছেন না নিহতের ছোটভাই পারভেজ ইসলাম। তার অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন করার কারণে তার বোনের মৃত্যু হয়েছে। এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। লাশ আজ সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাজুকে আদালতে সোর্পদ করা হয়েছে।
মন্তব্য করুন