ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগে দিতে আসা আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনকে (৪৮) নাশকতার ৩ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বেলাল হোসেন উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের জায়গা প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে দখল করে নিয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন গতকাল রোববার বিকেল ৫টায় থানায় লিখিত অভিযোগ দিতে আসেন। থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়ে নাশকতা ৩টি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বেলাল হোসেনকে গ্রেফতার করে।

উল্লেখ, বিএনপির কার্যালয় ও গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় এসব মামলা দায়ের করা হয়। এসব মামলার বাদি হয়েছেন বিএনপি, যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ। মামলায় আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আজ সোমবার (১২ মে) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড