ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

রংপুর ২ ছিনতাইকারী ও ৯ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রংপুর ২ ছিনতাইকারী ও ৯ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুর জেলা ও মানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হয়েছে অপারেশন কম্বাইন্ড পেট্রোল। এরই অংশ হিসেবে গতকাল সোমবার রাতে রংপুর নগরীর তাজহাট থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

এছাড়াও অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২২) ও আনসারী মোড় নোঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার ছেলে মাহিম (২০)। রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে। এসময় সন্দেহভাজন হলে মোটরসাইকেল চালকসহ রাতে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, অপারেশন ডেভিল হান্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন কম্বাইন্ড পেট্রোল এর আওতায় সারারাত চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নগরীর অলি-গলি টহল জোরদার করা হয়েছে।

এছাড়াও বাইক পেট্রোল, ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল পরিচালনা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলা ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের তালিকায় দিনাজপুরের ‘বেদানা লিচু’

অনলাইন জুয়া নিষিদ্ধ করল সরকার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে নতুন জামাই হত্যার অভিযোগে মামলা 

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য রক্ষা 

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জসিম জেলগেট থেকে গ্রেফতার

বাগেরহাট সাবেক এমপি আমিরুল আলম মিলন গ্রেপ্তার