ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় বায়ার্ন

শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় বায়ার্ন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের স্বপ্ন ভেঙে শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে  বায়ার্ন মিউনিখ। ৯৪ মিনিটে সমতাসূচক (১-১) গোল এবং দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিতে বিদায় নিতে হয়ে সেল্টিককে।এর আগে ঘরের মাঠ গ্লাসগোতে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছিল সেল্টিক। পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জিততেই হতো তাদের। দুঃসাহসী পারফরম্যান্স দেখিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত ১-০ লিড ধরে রেখেছিল, বায়ার্নকে রেখেছিল চাপে। তবে শেষ পর্যন্ত জার্মান বুন্দেসলিগার ক্লাবটিকে আটকাতে পারেনি তারা। প্রথম থেকেই বায়ার্নকে চাপে রাখে সেল্টিক। ম্যাচের ১৬ মিনিটে কুয়েনের শট বায়ার্নের রাফায়েল গুয়েরেইরো গোললাইন থেকে ফিরিয়ে দেন। গেল শনিবার বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করা বায়ার্ন প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির ঠিক আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন একটি শট নেন, যা গোলপোস্টে লেগে ফিরে আসে।

লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়া কেইন বিরতির পর মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওন গোরেজকা দারুণ সুযোগ পেলেও সেল্টিকের গোলরক্ষক তা প্রতিহত করেন। ৬৩ মিনিটে বায়ার্নকে চমকে দিয়ে গোল করে সেল্টিক। বায়ার্নের রক্ষণের দুটি বড় ভুলের সুযোগ নিয়ে বল জালে পাঠান নিকোলাস কুহন। এতে ১-০ ব্যবধানে লিড পায় সফরকারীরা। প্রথম লেগের ঘাটতি কাটিয়ে তোলা এবং জার্মানিতে ১৬তম প্রচেষ্টায় প্রথম জয় পেতে মরিয়া ছিল সেল্টিক। কিন্তু স্কটিশ ক্লাবটির বহুল কাঙ্ক্ষিত জয়টি ছিনিয়ে নেন আলফনসো, ৯৪ মিনিটের গোলের মাধ্যমে।সেল্টিক কোচ ব্রেন্ডন রজার্স বলেন, ‘এটি ছিল অত্যন্ত নির্মম পরিণতি। আমরা ম্যাচ হারিনি, তবুও প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো। আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল বীরত্বপূর্ণ। কিন্তু শেষ মুহূর্তে দুর্ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি।’

আরও পড়ুন

আগামী শুক্রবারের ড্রয়ের পর বলা যাবে, শেষ ষোলোতে বায়ার লেভারকুসেন নাকি অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টেশন ছাড়াই থামে ট্রেন

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন

বগুড়ায় প্রাণ ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় ঢাকা থেকে ৫ ডাকাত গ্রেফতার

পানি ও সমাজকল্যাণে নতুন সচিব