বগুড়ার সারিয়াকান্দিতে টাকি মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দি বুলবুল আহম্মেদ সরকার (৪৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুত্যুবরণ করেছেন। বুলবুল কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের সাইফুল ইসলাম সরকারের ছেলে। এছাড়া তিনি কামালপুর ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ড সভাপতি।
জানা গেছে, গতকাল রোববার রাতে বুলবুল তার বাড়ির পাশে বোরোধানের জমিতে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে পানি সেচ দিতে গিয়েছিলেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে পাশের পুকুর থেকে একটি টাকি মাছ লাফ দিয়ে জমির আইলে ওঠে। ওই টাকি মাছ ধরতে গিয়ে বুলবুল বিদ্যুৎ স্পৃষ্ট হন।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মন্তব্য করুন