ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩২ বিকাল

পিরোজপুরে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

পিরোজপুরে বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

পিরোজপুরের নাজিরপুরে ব্যাটারিচালিত ভ্যানে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের রুহিতলাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পিরোজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ভ্যানটির চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‍‍আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শুনেছি, সেখানে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি। কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভশ্রীকে কুরুচিকর মন্তব্যের অভিযোগ নিয়ে থানায় রাজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!