বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের সম্পাদকসহ ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লবসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরও ৪শ’ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদি হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম গতকাল বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচি বাঞ্চাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেকসহ অজ্ঞাতনামা ৩শ’-৪শ’ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা চালায়।
এসময় অসংখ্য ছাত্র জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। এসময় মামলার বাদি এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় মামলা করেছেন তিনি।
আরও পড়ুনপীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগস্টে দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন