ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় পুলিশে চাকরি

বগুড়ার আলোচিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

বগুড়ার আলোচিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট। ফাইল ছবি

কোর্ট রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রদানে সহায়তা করে সরকারি ৫০ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ এনে সহায়তাকারী ও পুলিশের এক এসআইসহ দুইজনকে অভিযুক্ত করে দুদক বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এই মামলার আসামিরা হলো-বগুড়ার সোনাতলা উপজেলার খিতাবের পাড়ার মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৭২) এবং মৃত জাবেদ আলীর ছেলে ডিএমপি রমনা বিভাগের শাহবাগ ট্রফিক জোনের পুলিশের এটিএসআই বেলাল হোসেন। বগুড়ার সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদি গত বছরের ৩০ জানুয়ারি এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অন্যের ছেলেকে নিজের ছেলে পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন চাকরি প্রদান করেন। অথচ তার দুই মেয়ে ছাড়া আর কোন সন্তান নেই। তিনি মুক্তিযোদ্ধা সনদ দিয়ে জালিয়াতি করে তার প্রতিবেশী মৃত জাবেত আলীর ছেলে আসামি বেলাল হোসেনকে (৪৫) নিজের ছেলে পরিচয় দিয়ে ২০০১ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে অবৈধভাবে সহায়তা করেন।

আরও পড়ুন

পরে ডিএমপি রমনা বিভাগের শাহবাগ ট্রাফিক জোনের পুলিশের এটিএসআই বেলাল হোসেন কর্মরত থাকাকালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কছে অভিযোগ করা হলে কমিশনের নির্দেশে অনুসন্ধান করে ওই আসামিদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

দুদক বগুড়া জেলা কার্য়ালয়ের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন মামলাটি তদন্ত শেষে ওই আসামিদের বিরুদ্ধে সরকারি ৫০ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা ৪০ পয়সা আত্মসাত করে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা পলাতক থাকায় অভিযোগপত্রে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন করা হয়েছে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বিরুদ্ধে একই রকমের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা