ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিকের আত্মহত্যা। প্রতীকী ছবি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ইটভাটা শ্রমিক সবুজ মিয়া (২৩) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামে সবার অজান্তে নিজ শয়ন ঘরে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, সবুজ মিয়ার স্ত্রী মেরিনা খাতুন গত ৪ ফেব্রুয়ারি তার বাবার বাড়ি আমলাগাছী কয়ারপাড়ায় বেড়াতে যায়। গত শনিবার ইটভাটার কাজ শেষে সবুজ শ্বশুর বাড়িতে যায়। গতকাল রোববার বেলা ১১টার দিকে সে শ্বশুর বাড়ি থেকে বাড়িতে এসে নিজ শয়নঘর বন্ধ করে দীর্ঘ সময় থাকে।

এদিকে তার বড়ভাবী মিতা বেগম দুপুর ১টার দিকে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে সবুজ ঝুলিয়ে আছে দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরদেহ উদ্ধার করে। শেষে প্রাথমিক সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। তবে পারিবারিক সূত্র জানায় দীর্ঘদিন থেকে পেটের ব্যাথায় মানসিক চাপে ভুগছিলেন সবুজ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একারণে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের জের ধরেই সবুজ আত্মহত্যা করে থাকতে পারে।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত:সেনাপ্রধান

চামড়া সংরক্ষণে মসজিদ-মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ ফ্রিতে দেবে সরকার

দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

ঈদের আগে বগুড়ার ১২ পৌরসভার সাড়ে ৩৮ হাজার সুবিধাভোগী ভিজিএফ’র চাল পাবেন

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার ধুনটে সরকারি জায়গা থেকে ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগ