ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫, প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুরে একটি হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে মো. ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এসএম আতিকুর রহমান খান আতিক(২২) ও চওড়া পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা।

এদিকে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে আসামিদের রংপুর সদর কোর্টে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রংপুর সদর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ রায় (৫৫) নামে ভুক্তভোগী বাদি হয়ে অজ্ঞাতনামা প্রায় ১২শ’ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা করে। এরপর যৌথ বাহিনীর অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব

মৌসুমের শুরুতেই চেনা ছন্দে পুরনো রোনালদো

সাড়ে তিন বছর পর মিয়ানমারের জরুরি অবস্থা প্রত্যাহার

তারা আমাকে খেলতে দেয়নি : মেসি

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব