ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জবি প্রতিনিধি: ৭ম আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্র) ও ১ম আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো রেজাউল করিম পিএইচডি। 
 
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৭ম আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্র) ও প্রথমবারের মতো আন্তঃবিভাগ ক্রিকেট (ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন করা হয়। 
 
এবারের প্রতিযোগিতায় ছাত্রদের শাখায় ২৯টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটসহ মোট ৩০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৫টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে ছাত্রদের ক্যাটাগরিতে ইসলামিক স্টাডিজ বিভাগ ও নাট্যকলা বিভাগের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা যাতে ধারাবাহিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। ক্রিকেটে প্রথমবারের মতো ছাত্রীদের অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক। এটি আমাদের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।”
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রতিযোগিতা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়, সেই কামনা করছি।”
 
অনুষ্ঠানের সভাপতি এবং ক্রীড়া কমিটি ও ক্রীড়া উপ-কমিটি (ক্রিকেট ও লন টেনিস) এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “নতুন বাংলাদেশ, নতুন প্রত্যয় এবং নতুন সম্ভাবনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছাড়া শিক্ষার পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে সমানভাবে অংশগ্রহণ করুক।”
 
স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের টিম ম্যানেজার, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান