ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে তিন দফা নৌ-ডাকাতি

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে তিন দফা নৌ-ডাকাতি। প্রতীকী ছবি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে তিন দফায় যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের মধ্যে তিনবার ডাকাতির ঘটনা ঘটলো। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম ক্ষোভ বিরাজ করেছে। গতকাল রোববার দুপুরে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাটের উত্তরে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় দুই নৌকার যাত্রী ও ৬-৭জন গরু ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের আক্রমনে  ৬-৭ জন যাত্রী আহত হন। নৌকার মাঝি মোসলেম উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে রাজিবপুর, কোদালকাটি ও পাখিউরা থেকে চিলমারী ঘাটের উদ্দেশ্যে যাত্রীবোঝাই দুটি নৌকা আসছিল। উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকায় যাত্রী নেয়ার জন্য নৌকা দুটি ভীড়লে সেখানেই আক্রমণ করে সশস্ত্র ডাকাত দল।

তারা গুলি ছুড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়। অপর এক নৌকার মাঝি প্রত্যক্ষদর্শী রিয়াজুল হক  জানান, চিলমারী মডেল থানা পুলিশের নৌকা ঘটনাস্থলের পাশে বাঁধা ছিল।

আরও পড়ুন

তাদের কাছে যাত্রীরা সহযোগিতা চাইলেও তারা এগিয়ে আসেনি বলে যাত্রীদের অভিযোগ। ঘটনার পর চিলমারী মডেল থানার ওসি মোসাহেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দিলে দ্রুত  সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটমোহরের ইউএনও আরও দুইটি সোঁতিবাঁধ অপসারণ করলেন 

বগুড়ার কাহালুতে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

বগুড়া দুপচাঁচিয়ার পাঁচোষা গ্রাম থেকে তিন জুয়াড়ি গ্রেফতার

কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করছেন : সারজিস আলম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ হলে খুলবে উন্নয়নের দ্বার