ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

ধানমন্ডির ৩২ নম্বরে মিলল হাড়গোড়

ধানমন্ডির ৩২ নম্বরে মিলল হাড়গোড়, ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের ভাঙ্গা বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।এর আগে সকাল ৯ টায় ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবর রহমানের ভাঙ্গা বাড়িতে যায় সিআইডি ক্রাইমের সিনের একটি দল যায়।

আরও পড়ুন

এ বিষয়ে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডি’র ক্রাইম সিনের একটি দল আজ সকালে গিয়েছে। সিআইডি’র ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে।  এর আগে গতকাল আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র