ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

হবিগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে  নিহত ১ আহত ৬

হবিগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে  নিহত ১ আহত ৬

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শালদিঘা এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কে দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফ মিয়া (৩৫) নামে একজন নিহত ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৬ জন আহত হয়েছেন। 


শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এসব তথ্য দেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী। এর আগে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মিয়া লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আছমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ জেলা সদর থেকে যাত্রী নিয়ে লাখাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪ টায় শালদিঘা (পাউন্যা সড়ক) এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ ও তার স্ত্রী ইয়াসমিন বেগমসহ দুই অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


এলাকাবাসী জানান, ইউসুফ তার ৭ মাসের অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে জেলা সদর হাসপাতালে গত তিনদিন অবস্থান করছিলেন। শনিবার বিকেলে ছুটি পেয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলিত হন।


আহতদের মধ্যে ইয়াসমিন নামে একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তোফায়েল মিয়া (৭০) ও পারভেজ মিয়া (২৬) নামে দুইজনসহ অন্যান্যদের সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী  জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম