ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় বিরল প্রজাতির একটি নীল গাই এলাকাবাসী উদ্ধার করেছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই নীল গাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখেন তারা।

এলাকাবাসী জানান, ঘটনার দিন বেলা ১১ টার দিকে ওই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে ওই গাইটিকে বের হতে দেখে স্থানীয় কয়েকজন। হঠাৎ করে এরকম প্রাণি দেখে তারা ভিত হয়ে যান। পরে স্থানীয় আরও কয়েকজন এটি নীল গাই বলে শনাক্ত করতে সক্ষম হন। এরপর এলাকাবাসী প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় পাঁচ কিলোমিটার দৌড়ে গাইটিকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না: সিইসি

গাইবান্ধার স্টেশনমাস্টার যাত্রীদের হাতে লাঞ্ছিত

নরসিংদীতে বাস-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, শিশুর মৃত্যু

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

সীতাকুণ্ডে গাছে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

নওগাঁয় দেশীয় ফল উৎসব