ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

চলতি বিপিএলে সেরার দৌড়ে এগিয়ে যারা

চলতি বিপিএলে সেরার দৌড়ে এগিয়ে যারা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এবারের আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন একাধিক খেলোয়াড়। ব্যাট-বল হাতে কিংবা অলরাউন্ডার নৈপুণ্যে আসর মাতিয়েছেন একাধিক খেলোয়াড়। 

সবশেষ দুই আসরে দাপট ছিল ব্যাটারদেরই। ২০২৩ আসরে ৫১৬ রান করে শান্ত, আর সবশেষ আসরে ৪৯২ রান করে আসরসেরা হয়েছিলেন তামিম ইকবাল। এবারের আসরে তাই ব্যাটিং কার্ডটাই দেখা যাক আগে। ব্যাটিংয়ে নাঈম শেখের নামটা শীর্ষস্থান থেকে নামার সুযোগ নেই। প্রায় ৪৩ গড়ে ১৪৪ স্ট্রাইকরেটে ৫১১ রান করে সবাইকে ছাড়িয়ে গেছেন খুলনার এই ওপেনার। ১ সেঞ্চুরি আর তিন ফিফটিতে আসর জুড়ে ব্যাট হাতে দাপিয়েছেন এই ব্যাটার। সেরা পাঁচ ব্যাটারের তালিকায় বরিশালের কেউ নেই। ৩৮৭ রান নিয়ে পাঁচে আছে আরেক ফাইনালিস্ট চট্টগ্রামের বিদেশি ব্যাটার গ্রাহাম ক্লার্ক। বিপিএলের এক আসরে পাঁচশো রানের মাইলফলক অতিক্রম করা তৃতীয় ব্যাটার হিসেবে তাই সেরার পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার নাঈম শেখ। বোলারদের তালিকায় সবাইকে ছাপিয়ে ২৫ উইকেট নিয়ে টেবিল টপার তাসকিন আহমেদ। যদিও আগেই ছিটকে গিয়ে এই স্পিডস্টারের আক্ষেপ বাড়িয়েছে তার দল দুর্বার রাজশাহী। এই তালিকার সেরা পাঁচে আছেন দুই ফাইনালিস্ট বরিশাল-চিটাগংয়ের দুই পেসার। সমান ২০ উইকেট নিয়ে সেরার তালিকায় বরিশালের ফাহিম আশরাফ আর চট্টগ্রামের খালেদ আহমেদ। ব্যাট হাতে ৬৪ রানও আছে খালেদের। তাই মুকুটের লড়াই হতে পারে তাসকিন বনাম খালেদের মধ্যেই। আসরের সেরা অলরাউন্ডার তালিকায় কাউকে খুঁজতে গেলে শুরুতেই আসবে খুলনার অধিনায়ক মেহেদী মিরাজের নাম। ব্যাট হাতে ৩৫৫ রান আর বল হাতে ১৩ উইকেটের মালিক মিরাজ বেশ ভালোভাবেই আছেন আসর সেরার দৌড়ে।

বিপিএলের গত ১০ আসরে চার বারই টুর্নামেন্টসেরার পুরস্কার গেছে সাকিব আল হাসানের হাতে। তিন বার নিয়ে গেছেন বিদেশিরা। দুই ফাইনালিস্টের বাইরে আসর সেরার পুরস্কার পেয়েছেন সাকিব আর মাহমুদউল্লাহ। ২০১২ ও ২০১৬ বিপিএলের ইতিহাসে কেবল দুইবারই ঘটেছে এই ঘটনা। কাকতালীয়ভাবে দু’বারই পেয়েছেন খুলনার ক্রিকেটার। এবারও কী তবে তাই? তাহলে মেহেদী মিরাজের হাতে উঠতেই পারে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়র ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন ইসি সচিব

 ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

জামালপুরে ট্রাককে ট্রেনের ধাক্কা, ট্রেনের চালকসহ ৩ জন আহত

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইশরাক

হাতির আক্রমণ থেকে বাঁচতে চট্টগ্রামে সড়ক অবরোধ