ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৮ দুপুর

৫১১ রান করেও আক্ষেপ নাঈমের

৫১১ রান করেও আক্ষেপ নাঈমের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নাঈমের বিপিএল স্বপ্ন থামল একদম দোরগোড়ায় এসে। খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত ও দলীয় দুই দিক থেকেই কিছুটা আক্ষেপ নিয়েই আসর শেষ করতে হয়েছে তাকে।

এবারের বিপিএলে নাঈম ছিলেন ব্যাট হাতে খুলনার সবচেয়ে উজ্জ্বল তারকা। জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন। ১৪ ম্যাচে করেছেন ৫১১ রান, যা এবারের বিপিএলে যেকোনো ব্যাটারের জন্যই সর্বোচ্চ হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে তাকে। তার ব্যাট থেকে এসেছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি, স্ট্রাইক রেটও দারুণ-১৪৩.৯৪! তবে ব্যক্তিগত এক বড় মাইলফলক ছোঁয়ার খুব কাছ থেকে ফিরে আসতে হলো নাঈমকে। মাত্র ৬ রানের জন্য হয়ে উঠতে পারলেন না এক বিপিএলে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই রেকর্ড এখনও নাজমুল হোসেন শান্তর দখলে, যিনি ২০২৩ সালের বিপিএলে করেছিলেন ৫১৬ রান।

শুধু শান্ত নয়, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর রেকর্ডও নাগালের মধ্যে ছিল নাঈমের। ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ৫৫৮ রান করেছিলেন রুশো। নাঈম যদি আর একটি বড় ইনিংস খেলতে পারতেন, হয়তো তাকেও ছাড়িয়ে যেতে পারতেন। কিন্তু খুলনার ফাইনালে না ওঠার কারণে তাকে থামতে হলো তৃতীয় স্থানেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস

এনা পরিবহনের এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকা পাচারের মামলা

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন