ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ দু’জনকে মারধর

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২ নম্বরে নারীসহ দু’জনকে মারধর, ছবি: সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীসহ দুইজনকে বেধড়ক পিটুনি দিয়েছে জনতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের নিরপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

জানা গেছে, সকালে এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে বিক্ষুব্ধ হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে কয়েকজন ব্যক্তি তাকে আহত অবস্থায় একটি রিকশায় করে নিয়ে যান। সরেজমিনে দেখা যায়, বেদম মারধরের শিকার ওই ব্যক্তিকে রক্ষা করতে সেখানে উপস্থিত তিনজন ব্যক্তি তাকে রিকশায় করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। রিকশায় ওঠানোর পরও ওই ব্যক্তিকে মারধর করা হয়। প্রথমে কলাবাগানের দিকে নিয়ে যেতে চাইলে তাদের পেছনে দৌড়াতে থাকেন। পরে রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ এর দিকে রওনা হলে সেদিকেও কিছু মানুষকে রিকশার পেছনে দৌড়াতে দেখা যায়। মেট্রো শপিং সেন্টার পর্যন্ত ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা।
এর কিছু সময় পরে এক নারীও গণপিটুনির শিকার হন। তিনি ধানমন্ডি ৩২ নম্বরে এসে বাড়ি ভাঙায় আক্ষেপ করতে থাকেন। বলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এতে তাকে পড়তে হয় মানুষের তোপের মুখে। প্রথমে তাকে ঘিরে ধরে স্লোগান ও পরে গণপিটুনি দেয় জনতা। পরে মেট্রো শপিং সেন্টারের সামনে থেকে এক ফটোগ্রাফার তাকে জনরোষ থেকে বাঁচিয়ে রিকশায় করে সরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা : র‍্যাবের অভিযানে গ্রেফতার ১

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ