ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩০ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় আট জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় আট জুয়াড়ি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, ওইদিন রাতে উপজেলার তালোড়া বড়চাপড়া গ্রামের একটি আম বাগানে তাস দিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

তারা হলো-আলতাফ নগর কোচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল প্রাং (৪২), দেবড়াশন গুচ্ছগ্রামের মনছুর প্রামানিকের ছেলে আলমগীর হোসেন (৩৬), দেবড়াশন উত্তরপাড়ার করিম আলী মজুমদারের ছেলে একরাম হোসেন (৪৫), বড়চাপড়া উত্তরপাড়া গ্রামের মৃত মোসলিম প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৫০), মৃত সালামত আলী প্রামানিকের ছেলে ফোরকান আলী (৪০), মৃত মোহাম্মদ আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৫০), আলতাফনগর বাজারের মৃত কাজেম মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৫৮), বনতেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের ওসমান আলী প্রামানিকের ছেলে জিল্লুর রহমান (৩৮)।

আরও পড়ুন

পুলিশ ঘটনাস্থল থেকে চার সেট তাস ও ২ হাজার ১৫০ টাকাসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। 
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে আর সি সি ড্রেন নির্মাণের উদ্বোধন

পাবনার আত্রাই নদী গড়ে উঠেছে বহুতল ভবন ও দোকানপাট, দখল-দূষণে অস্তিত্ব সংকটে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবনে পড়েছিল রুশ নাগরিকের মরদেহ

প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম বন্ধসহ ৬ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালন

বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ভাইসহ চারজনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাজাহানপুরে শয়তানের নি:শ্বাসে খোয়া গেল ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা