ভিডিও শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল স্কুল জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সড়াতৈল স্কুল জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও সংষ্কার হয়নি সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন। ঝুঁকি নিয়ে এই ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই আধাপাকা ভবনটি নির্মাণ করা হয় ১৯৭২ সালে। এখন ভবনের দেয়ালগুলো ভেঙে যাচ্ছে। খুলে পড়ছে পলেস্তারা। মেঝের আস্তরণ উঠে গেছে অনেক আগেই। স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা এই ভবনে বসে ক্লাস করছে।

জানা গেছে, স্বাধীনতার পর যখন প্রাথমিক বিদ্যালয়টি বেসরকারিভাবে পরিচালিত হতো সে সময় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় একটি আধাপাকা ভবন নির্মাণ করা হয়। তখন ছাত্র সংখ্যা কম থাকায় এই ভবনেই সকল ক্লাস চলতো। পরবর্তীতে ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় সড়াতৈল গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে ২০০৪-০৫ অর্থবছরে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দুই কক্ষের একটি একতলা বিল্ডিং নির্মাণ করে দেওয়া হয়।

নতুন এই ভবনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নেওয়া হয়। অবশিষ্ট শিশু শ্রেণি, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস পুরাতন জরাজীর্ণ ধ্বংসপ্রায় ভবনেই নিতে হয়। বর্তমানে এই স্কুলে ছাত্র সংখ্যা প্রায় ২৩০ জন। শিক্ষক সংখ্যা সাত। এই ভবনের অবস্থা এখন একেবারেই বেহাল।

ভবনের চালার টিনগুলো মরিচা ধরে অসংখ্য ফুটো হয়ে গেছে। বর্ষা-বৃষ্টির দিনে চাল দিয়ে পানি পড়ে। দেয়ালের অনেক জায়গায় ভেঙে গেছে। সিমেন্টের প্রলেপ খুলে পড়ছে প্রতিনিয়তই। মেঝের সিমেন্ট উঠে গেছে অনেক আগেই। জানালা-দরজা ভেঙে গেছে। স্যাঁতসেঁতে পরিবেশে শিক্ষার্থীরা এই ভবনেই বসে পাঠ গ্রহণ করছে।

স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সেলিনা, আয়সা, সিয়াম হোসেন জানান, ভাঙা দালানে অনেক দিন ধরে ক্লাস করছি। এখানে বসার কোন পরিবেশ নেই। একেবারে দম বন্ধ হয়ে যায়। তারপরেও নিরুপায় হয়ে আমাদেরকে ক্লাস করতে হচ্ছে। আমরা ভবনটি সংষ্কারের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন

অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা ব্যবহারের অনুপযোগী ধ্বংস প্রায় টিনশেড ভবনে ক্লাস করছে। ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে। জীবনের ঝুঁকি নিয়ে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে হচ্ছে তাদের সন্তানদের। তারা বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তা আমলে নেয়া হচ্ছে না।

স্কুলের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন মল্লিক জানান, আধাপাকা ভবনটি সংষ্কারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনেক বার আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংষ্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, প্রায় ৩ বছর আগে সড়াতৈল প্রাথমিক বিদ্যালয়সহ উল্লাপাড়ার আরও কয়েকটি স্কুলের ভবন সংষ্কারের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন পাঠানো হয়েছে। এখনও কোন সাড়া পাওয়া যায়নি। তবে এ বছর আবারও এই প্রতিষ্ঠানগুলো সংষ্কারের ব্যাপারে পত্র পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর

ডিবি কার্যালয়ে অভিনেত্রী সোহানা সাবা

গুঁড়িয়ে দেওয়া হলো বগুড়া জেলা আ’লীগ কার্যালয়

তিন পল্লী উন্নয়ন একাডেমির নাম পরিবর্তন

ফুটবলকে বিদায় জানালেন মার্সেলো

গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা