ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

দিনাজপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এ সময় নিহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। 

রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাহবুবের বাড়ি পঞ্চগড় ও হেলপার আরিফের বাড়ি তেঁতুলিয়ায়। জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন হিলি-ঘোড়াঘাট রেল ক্রসিং পার হচ্ছিল। একই সময় রেললাইন পার হচ্ছিল পাথর বোঝাই একটি ট্রাক। কিন্তু লাইন পার হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আরিফ। গুরুতর আহত হন ট্রাকের ড্রাইভার মাহাবুব। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

 এ বিষয়ে বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তারও মৃত্যু হয়।  তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথর বোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল 

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়