চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পোড়াডিহি গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের সাথে ধাক্কাধাক্কিতে মো. ভগু (৮০) নামে এক বৃদ্ধ নিহত হবার অভিযোগ পাওয়া গেছে। ভগু একই ওয়ার্ডের খড়িয়াল গ্রামের মৃত মিয়াজানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পোড়াডিহি গ্রামে বিরোধপূর্ণ জমিতেই ঘটনাটি ঘটে। অভিযোগে জানা যায়, বিকেলে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জমি দেখতে যান ভগু। এসময় তার প্রতিপক্ষ নিজ শ্যালক মো. চাঁনের (৭০) লোকজনের সাথে বাক-বিতন্ডা ও ধাক্কাধাক্কির ফলে ভগুর মৃত্যু হয়।
সংশ্লিস্ট গ্রাম পুলিশ আলিফ ডালিম বলেন, জমি নিয়ে শালা-দুলাভাই পূর্ব বিরোধ ছিল। মামলাও হয়েছে। জজকোর্ট পর্যন্ত রায় ভগুর পক্ষেই ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে তহশিলদারসহ জমি দেখতে গেলে সেই জেরেই ঘটনাটি ঘটে বলে মৃতের পরিবার অভিযোগ করছে।
আরও পড়ুনশিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি খুন কিনা তা নিশ্চিত নয়। তবে পরিবারের পক্ষে ও ‘৯৯৯’ মারফৎ অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন সরকার বলেন, রাতে মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন নাই। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীণ।
মন্তব্য করুন