ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

বগুড়ায় শিশুমেয়ে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

বগুড়ায় শিশু মেয়ে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন, ছবি: দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : বগুড়ায় ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন। 

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে। 

আরও পড়ুন

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় অভিযুক্ত জাকিরের সাজা হলো।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় দেশীয় ফল উৎসব

রূপগঞ্জে ভুয়া এসপি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অস্ত্র-স্ট্যাম্পসহ আটক ১

শেরপুরে বাসচাপায় সেনাসদস্যের মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ