ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন রাখা মামলায় যুবকের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন রাখা মামলায় যুবকের কারাদন্ড। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুই কেজি চারশত কুড়ি গ্রাম হেরাইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায়  মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৗনে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মিজানুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর নলডুবরি শান্তিমোড় এলাকার তৈমুর রহমানের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ২০ আগস্ট ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অভিযানে নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইনসহ  আটক হন মিজানুর।

আরও পড়ুন

এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মিজানুরকে একমাত্র আসামি করে মামলা করেন ৫৯ বিজিবি’র চকপাড়া তৎকালীন হাবিলদার ফিরোজ আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী ২০২২ সালের ৩ নভেম্বর মিজানুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার মিজানুরকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আবদুল্লাহ আহমেদ নাজিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা