ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই : সারজিস আলম

নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই : সারজিস আলম, ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গুজবকে পাত্তা না দেয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব সেল পরিচালনা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক। গুজবে বিভ্রান্ত না হয়ে তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে।’ নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। মেয়ে-ছেলে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি।’

নিরপেক্ষ নির্বাচন ও ড. ইউনুস প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবের কনসার্টের ‘রাত নির্ঘুম’ গানের ভাইরাল ভিডিওর অনুরোধ রাখা ছেলেটি আসলে কে? 

কোচিং থেকে অবসর নয়, বিরতি চান গার্দিওলা!

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা উদ্ধার

লাইফ পার্টনার নিয়ে যা বললেন তানহা তাসনিয়া