ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের হত্যা

সিনওয়ার হত্যায় জড়িত ইসরায়েলি সেনা কমান্ডারদের হত্যা । ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৬ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় জড়িত দু’জন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেড। 

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় তাদের হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানায় ইরানের মেহের নিউজ এজেন্সি। খবরে বলা হয়, শুক্রবার ‘ডেথ অ্যাম্বুশ সিরিজ’ নামক ভিডিও’র প্রথম পর্ব প্রকাশ করে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত ৬ জানুয়ারি উত্তর গাজার বেইত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডেপুটি ও আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয়।

ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভির জিওন রেভা ও তার ডেপুটি এইতান ইসরায়েল শিকনাজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই দুই সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। এছাড়া বেইত হানুনে চালানো অন্তত একটি গণহত্যায় অংশ নিয়েছিল তারা।

আরও পড়ুন

সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, ৭ অক্টোবরের হামলার 'মাস্টারমাইন্ড' তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। ওই হামলায় হামাসের বন্দুকধারীরা প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করেছিল এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে এসেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়া মিশনে সুনেরাহ

শাকিব খানের দুই জনপ্রিয় গানে পারফর্ম করলেন জেবিন

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাইগারদের ব্যর্থতায় প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে আটক করে পুলিশে সোপর্দ