ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গজঘন্টা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় গজঘন্টা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই মামলায় উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সকালে ডিবি পুলিশের সহায়তায় লিয়াকত আলীকে মতলেব বাজার থেকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত আলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই মামলার এজহারভুক্ত ৭নং আসামি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ডিবি পুলিশের সহায়তায় গজঘন্টা ইউনিয়নের মতলেব বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১৮ নভেম্বর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু বাদি হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে এ মামলাটি করেন।

আরও পড়ুন

মামলার অন্য আসামিরা হলো সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। এছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাত পরিচয় আসামি রয়েছে ২৫০-২৬০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট