বগুড়ার সান্তাহারে পানি নিষ্কাশনের কালভার্টের মুখ ভরাট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় অবস্থিত পানি নিষ্কাশনের দুইটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশন পথ বন্ধ হয়েছে। ফলে আগামি বর্ষা মৌসুমে ওইসব এলাকার বসতবাড়ি ও মাঠের ফসল ডুবে ব্যাপক ক্ষতিসাধনের আশংকা রয়েছে। কালভার্টের বন্ধ মুখ খুলে দেয়ার জন্য স্থানীয়রা সান্তাহার পৌর প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বশিপুর পাইপাস তিনমাথা মোড়ে হা-মিম পেট্রোল পাম্প ঘেষে এবং উপর পোঁওতা প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে পানি নিষ্কাশনের দীর্ঘদিন যাবত দুইটি কালভার্ট রয়েছে।
বশিপুর পাইপাস তিনমাথা মোড়ের কালভার্টের ড্রেন দিয়ে পৌরসভা, হাউজিং কলোনী, পার্শ্ববর্তী ইকড়কুড়ি, ধামকুড়ি, বশিপুর এবং উপর পোঁওতা প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশের কালভার্টের ড্রেন দিয়ে উপর পোঁওতা ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের পানি নিস্কাশন হয়ে আসছিল।
গত কয়েকদিন যাবত একটি মহল রাতের আধাঁরে এস্কেভেটর (ভেকু) মেশিনের সাহায্যে মাটি কেটে ড্রেনেরমুখ ভরাট করায় উল্লেখিত দুটি কালভার্টের পানি নিস্কাশনের মুখ প্রায় বন্ধ হয়ে যায়। এই দুই কালভার্টের মুখ বন্ধ থাকলে আগামি বর্ষা মৌসুমে ওইসব এলাকার বসতবাড়ি ও বিপুল পরিমান মাঠের ফসল ডুবে ব্যাপক ক্ষতিসাধনের আশংকা রয়েছে।
আরও পড়ুনসান্তাহার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ‘মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে এলাকাবাসী পৌর প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন। বিষয়টি সরজমিনে দেখে ব্যবস্থা নিবেন বলে তিনি আশা করেন। হা-মিম পেট্রোল পাম্পের স্বত্ত্বাধিকারি ইস্তিয়াক আহম্মেদ বলেন, এই কালভার্ট দিয়ে বেশ কয়েক বছর ধরে পানি নিস্কাশন হয় না। কালভার্টটির মুখও বন্ধ করা হয়নি।
সান্তাহার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পৌরসভার সহকারি প্রকৌশলীকে ভরাটকারীদের নোটিশ করতে বলা হয়েছে। বিষয়টি সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন