ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৮ দুপুর

রাজধানীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী আটক

রাজধানীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ২৬ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তাররা হলেন- আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)। 

বুধবার (২২ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২ এর অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১৩টি চাকু, ১২টি ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, রাজধানীর মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব- টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ায়। পরে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর এএসপি আসিফ তপু জানান, গ্রেপ্তাররা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কেউ কেউ কারাভোগও করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্ত্রী ও প্রেমিক মিলে স্বামীকে হত্যা, নেপথ্যে পরকীয়া, দুজনই গ্রেফতার

তাবিজ ঝোলানো কি জায়েজ?

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড এবং ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

খুরশীদ আলমকে হাইকোর্টের বিচারপতি পদ থেকে অপসারণ

বগুড়ার শিবগঞ্জে ৮৩ বছর বয়সেও বিধবা ফিরোজার ভাগ্যে জুটেনি ভাতার কার্ড