ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

খরগোশকে লাথি মারায় জাপানি এক ব্যক্তি গ্রেপ্তার

সংগৃহীত,খরগোশকে লাথি মারায় জাপানি এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : খরগোশকে লাথি মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাপানি পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের হিরোশিমা প্রিফেকচারের ওকুনোশিমা দ্বীপে। দ্বীপটি খরগোশের বিশাল সংখ্যার জন্য সুপরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বীপটিতে ৭৭টিরও বেশি খরগোশের মৃত্যুর তদন্ত করছে পুলিশ। তখনই ওই ব্যক্তিকে এ ঘটনার জন্য গ্রেপ্তার করা হয়। দ্বীপটির ওয়েবসাইট অনুসারে, ওকুনোশিমা দ্বীপে এক হাজারের বেশি খরগোশ অবাধে বসবাস করে এবং এখানে আসা পর্যটকরা তাদের খাবার খাওয়ায়। 

রিকু হোত্তাকে নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার খরগোশকে লাথি মারার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টোকিওর বাসিন্দা। লাথির আঘাতে পরে প্রাণীটি মারা যায় বলে জানা গেছে। পুলিশের একজন মুখপাত্র এএফপিকে এই খবর জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি বাকি ৭৭টি খরগোশের মৃত্যুর সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন

নভেম্বরের শেষে থেকে ৭৭টি খরগোশের মৃতদেহ পাওয়া গেছে। পরিবেশ মন্ত্রণালয় সোমবার বলেছে, ‘খরগোশগুলোর মৃত্যুর কারণ সংক্রামক রোগ, ঠাণ্ডা আবহাওয়া বা মানব-সম্পর্কিত হতে পারে, তবে এই মুহূর্তে তা পরিষ্কার নয়।’

মন্ত্রণালয় আরো বলেছে, ‘মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।’ ওকুনোশিমা দ্বীপটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিষ তৈরির কারখানা ছিল। এখন সেখানে একটি জাদুঘর রয়েছে। দ্বীপটি খরগোশের উচ্চ প্রজনন হারের জন্য বিখ্যাত।

সূত্র : এএফপি 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ

ভোলায় বাংলাদেশি তরুণীর প্রেমে চীনা যুবক, ধুমধামে বিয়ে

সিরাজগঞ্জের তাড়াশে আগাছানাশক ছিঁটিয়ে বোরো ধানক্ষেত বিনষ্ট

ভারতে অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’ এর ওয়েবসাইট বন্ধ

স্কুলে শিক্ষার্থীদের শেখ হাসিনার পক্ষে স্লোগান, ভিডিও ভাইরাল

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়