ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

এক আলু কুড়ানি মা

এক আলু কুড়ানি মা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আইরমারী এলাকার বারোঘরিয়া গ্রামের বিধবা জাহেদা বেগম (৭০)। স্বামী সাইদুল ইসলাম স্বাধীনতার পরপরই মারা গেছেন। এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ছিল তার সংসার জীবন। স্বামীর মৃত্যুর পর অভাবী সংসারের চাহিদা মেটাতে তিনি কখনো করেছেন কৃষি শ্রমিকের কাজ। কখনো বা করেছেন ঝিয়ের কাজ।

অভাব-অনটনের সংসারে খেয়ে না খেয়ে সন্তানরা তবুও বেড়ে উঠছিল। কিন্তু মাত্র ৯বছর বয়সে বড় ছেলে সাহাবুল ইসলাম বাড়ি থেকে রাস্তায় বের হলে একটি আখ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। মেয়ে বুলবুলি বড় হলে প্রতিবেশী এক রিকশা চালকের সাথে তার বিয়ে দেয়া হয়।

এরপর তিনি স্বপ্ন দেখেন ছোট ছেলে সাইফুল ইসলামকে নিয়ে। সাইফুল ইসলামও জীবিকার তাগিদে বেছে নেন রিকশা চালকের পেশা। তিনিও একসময় বিয়েশাদী করে সংসার পাতেন। কিন্তু চার বছর আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা নানা পরীক্ষার পর নিশ্চিত হন তার দু’টি কিডনিই নষ্ট হয়েছে।

আরও পড়ুন

অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় বর্তমানে তিনি শয্যাশায়ী। তার মুখে দু’মুঠো অন্ন যোগাতে তার স্ত্রী করছেন কৃষি শ্রমিকের কাজ। আর বৃদ্ধা মা বিভিন্ন আলুক্ষেতের মাটি সরিয়ে আলুর সন্ধান করছেন। সারাদিন মাটি খুঁড়ে যে আলু পান তা’ বাজারে বিক্রি করে নিজের অন্ন যোগান দেন। আর বয়স্ক ভাতার টাকা ব্যয় করেন ছেলের সামান্য ওষুধে। গতকাল রোববার সকালে গোপালুপুর ইউনিয়নের জমিদারবাড়ি এলাকার একটি আলুক্ষেতে তার সাথে কথা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আপনাদের পদত্যাগ চাই নাঃফারুক

পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসায়ীকে গুলি করে হত্যার হুমকি

রংপুরে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

শেরপুরের হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, করে যাব : সেনাপ্রধান