ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার মহানগর ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেক মোটরসাইকেলের ধাক্কায় আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেটকার গ্যারেজের কর্মী।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আফজাল তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।

আরও পড়ুন

নিহতের ভাই রবিন মোল্লা জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়ে আফজাল। এ সময় সড়ক ডিভাইডারে তার মাথায় আঘাত লাগে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিমের অন্যরকম সময়

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-বিক্রি নিষিদ্ধ

বগুড়া ডায়াবেটিক হাসপাতালে আ’লীগ নেতার রুমে তালা