ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ আ.লীগ নেতার নামে মামলা

কালিয়াকৈরে সাবেক মন্ত্রীসহ ৩৮ আ.লীগ নেতার নামে মামলা

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৩৮ জনের  আ.লীগ নেতার নামে মামলা হয়েছে। মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মতিউর রহমান নামে এক যুবক মামলাটি করেন। ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, “একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” 

গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার মৌচাক জামতালা এলাকার আকরাম আলীর ছেলে ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছামান উদ্দিন (৬০)। 

আরও পড়ুন

মামলার অন্য আসামিরা হলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন শামিম, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে মতিউর রহমানসহ দুই-তিন হাজার ছাত্র-জনতা সফিপুর বাজার থেকে মিছিল নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে আসামিদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শরু হয়। এসময় আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। আসামিদের ছোররা গুলিতে বাদী আহত হন। পরবর্তীতে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। অবস্থার উন্নতি না হলে, তাকে পঙ্গু হাসপাতাল থেকে কুর্মিটোলা জেরারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে গুলিসহ পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার

নাটোরের লালপুরের বাজারে উঠেছে রসালো ফল লিচু

নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোর গ্রেফতার

বিপাশার নতুন যাত্রা

ইউরোপ ট্যুরে লিজা

রাজশাহীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু