ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ার শাজাহানপুরে গোপনে স্কুলের কমিটি গঠনের অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে গোপনে স্কুলের কমিটি গঠনের অভিযোগ। প্রতীকী ছবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরের লক্ষীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন সভাপতি পদে মনোনয়ন পেতে আগ্রহী আহসান হাবীব। তিনি লক্ষীকোলা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

অভিযোগে উল্লেখ করা হয়, এডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য গত ৫ জানুয়ারি লক্ষীকোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী’র কাছে জীবন বৃত্তান্ত জমা দেন আহসান হাবীব। কিন্তু  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতি পদের প্যানেলে আহসান হাবীবের নাম অর্ন্তভূক্ত করেন নাই। বরং একই পরিবারের দুই ব্যক্তি এবং পার্শ্ববর্তী গাবতলী উপজেলার এক ব্যক্তিসহ ৩ জনের নাম অর্ন্তভূক্ত করে নামের তালিকা জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে গত ১৩ জানুয়ারি বগুড়া জেলা প্রশাসক এবং শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক দু’টি অভিযোগ দায়ের করেন আহসান হাবীব। অপরদিকে গোপনে এডহক কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জানান, এডহক কমিটি গঠনের বিষয়ে গত ১৭ ডিসেম্বর তিনি শিক্ষা বোর্ডের চিঠি পান।

আরও পড়ুন

এরপর এলাকাবাসিকে অবহিত করেই তিনি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী গাবতলী উপজেলার কর্ণিপাড়া গ্রাম থেকে অনেক শিক্ষার্থী লক্ষীকোলা হাইস্কুলে লেখাপড়া করে। তাই সে গ্রামের একজনের নাম তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে। এছাড়া একই পরিবারের একাধিক প্রার্থীর নাম প্রস্তাব করা যাবে না এমন কিছু নীতিমালায় নাই।   

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

গুলশানের ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতা-কর্মীদের ঢল

জামায়াত নেতা এ টি এম আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

মস্কোতে ব্যাপক ড্রোন হামলা, সব বিমানবন্দর বন্ধ 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ভারত ইস্যুতে যে কথা হলো

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল