ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে রৌহা খালের ওপর সেতু না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রৌহা খালের ওপর সেতু না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে রৌহা গ্রামের মাদারতলা খালের ওপর সেতু নির্মাণ না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পৌহাচ্ছে ৫ গ্রামের হাজারও মানুষ। জানা যায়, উপজেলা সদর থেকে রৌহা উত্তরপাড়া পর্যন্ত রাস্তার মাঝে একটি খাল রয়েছে। এই খালটি এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ৫ গ্রামের ১০ হাজার মানুষের।

স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই খালের ওপর এখনও একটি সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। বিলেরপাড়ের পূর্ব পাশের মানুষেরা হাট-বাজার চলাচলে এই খাল ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সব বয়সের মানুষেরা চলাচল করে থাকে এই খালটি দিয়ে। যে কোন মালামাল বা আবাদি জমির ফসল বাজারজাতকরণের ক্ষেত্রে এই গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বর্ষার সময় নৌকা বা বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হয় বিলের পাড়ের বাসিন্দাসহ আশপাশের হাজারও মানুষের। বিলের পাড়ে বসবাস করা মানুষের এই খালটির কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে। খালের পূর্বপাশে অবস্থিত গ্রামের অটোরিকশাচালক আব্দুল মালেক জানান, আমাদের গ্রামের খালের ওপর সেতু না থাকায় উপজেলা শহরে যেতে নানা সমস্যায় পড়তে হয়।

একই গ্রামের কৃষক আব্দুল মান্নান জানান, আমাদের উৎপাদিত ফসল হাট-বাজারে নিয়ে বিক্রি করতে অতিরিক্ত অর্থ খরচ করে এবং অনেক রাস্তা ঘুরে নিয়ে যেতে হয়। এতে চরম কষ্ট পোইতে হয়। একটি সেতু নির্মিত হলে এই দুর্ভোগ আর পোইতে হবে না।

আরও পড়ুন

এ বিষয়ে ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছামিদ হাসান সরকার জানান, এই গ্রামটি উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত উক্ত খালের ওপর একটি সেতু নির্মাণ করা হলে জন সাধারণের চলাচলে এই এলাকার স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষা ও উৎপাদিত ফসল হাট বাজারে ক্রয়-বিক্রয়ের সহায়ক ভূমিকা হতো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে মাদার তলা বিলের পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগেই রোনালদোর সঙ্গে বিচ্ছেদের ক্ষতিপূরণ চুক্তি জর্জিনার

ইপিএলে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় তেল, উদ্বোধন শনিবার

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর