ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার গ্রেফতার ১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর ও বাবা-মাকে মারধর করে এক এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে ৩ ঘণ্টা পর অপহৃত তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মূল অভিযুক্ত সঞ্চয় নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার লো ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায়এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মলি (ছদ্মনাম)। বেলা ২টার দিকে হঠাৎ করে মোগলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এতে বাধা দিতে গেলে তরুণীর বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকেও মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। 
ভুক্তভোগী ওই শিক্ষার্থী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো সঞ্চয়। এরই জেরে মঙ্গলবার (২৯ এপ্রিল) বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটিয়ে আমাকে অপহরণ করে।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্চয়কেও (২০) গ্রেফতার ও তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত সঞ্চয়কেও গ্রেফতার করা হয়েছে। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অফিস সহকারী জেলহাজতে

ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্যান্দাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নাটোরের সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজি, আটক ৩

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ