ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে পশুখাদ্য হিসেবে গমের গাছ বিক্রি করেছেন কৃষকরা

বগুড়ার সারিয়াকান্দিতে পশুখাদ্য হিসেবে গমের গাছ বিক্রি করেছেন কৃষকরা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দির বিভিন্ন বাজারে কৃষকরা পশুখাদ্য হিসেবে বিক্রি করছেন সবুজ গমের গাছ। এভাবে বিক্রি করেই লাভ বেশি বলছেন কৃষক। এদিকে গত কয়েকবছর ধরেই উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।

উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন বিক্রি হচ্ছে গমের গাছ। বেশি লাভ হওয়ায় কৃষকরা গম উৎপাদনের পরিবর্তে গমের গাছগুলো কেটে আঁটি বেঁধে বাজারে ৫ টাকা করে বিক্রি করছেন। যা গরু, ছাগল, ভেঁড়াসহ সব ধরণের পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ ৮ মণ করে গম পাওয়া যায়। বাজারে ২ হাজার টাকা মণ হিসেবে যার মূল্য ১৬ হাজার টাকা।

সেখানে প্রতি বিঘা জমিতে গমের গাছের আঁটি হবে ৪ হাজারের বেশি। যার মূল্য হবে ২০ হাজার টাকার বেশি। অপরদিকে গম হিসেবে বিক্রি করতে আরও ২ মাস সময় গম জমিতে রাখতে হবে পরিপক্ব হওয়ার জন্য। সেক্ষেত্রে আগেই পশুখাদ্য হিসেবে কৃষকেরা গমের গাছ বিক্রি করে অন্য ফসল জমিতে ফলাতে পারছেন। এ জন্য জমির সদ্য ফুলে বের হওয়া গমের গাছগুলো তারা কেটে বাজারে বিক্রি করেছেন।

উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কৃষক তৌহিদুল ইসলামের সাথে কথা হয় সারিয়াকান্দি বাজারে। তিনি জানান, ১০ শতাংশ জমির সদ্য ফুলে বের হওয়া গমের গাছ বাজারে বিক্রি করতে নিয়ে এসেছেন। এই জমিতে তিনি ১৩শ’ আটি গমের গাছ পেয়েছেন। প্রতি আটি গমের গাছ ৫ টাকা দরে বিক্রি করছেন। তিনি বলেন, গম করার চেয়ে, কাঁচাঘাস হিসেবে বাজারে বিক্রি করেই বেশি লাভ। তাছাড়া কম সময়ে বাজারে বিক্রি করে জমিতে অন্য ফসলের আবাদ করা যাবে।

আরও পড়ুন

এদিকে উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এ উপজেলায় দিনদিন গমের আবাদ কমে যাচ্ছে। উপজেলায় গত বছর ৭১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল। এ বছর গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০০ হেক্টর। মাত্র ৩২০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। গমচাষ চলমান থাকলেও এ বছর গমের লক্ষ্যমাত্রা অর্জনের কোনও সম্ভাবনা নেই।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ভুট্টায় বেশি লাভ হওয়ায় এ উপজেলায় কৃষকরা ভুট্টা চাষে বেশি ঝুঁকে পরায় উপজেলায় গমের আবাদ কমে গেছে। যেসব কৃষকেরা পশুখাদ্য হিসেবে গমের চাষ করেছেন তারাই শুধু বাজারে বিক্রি করছেন, যারা ফসল হিসেবে চাষ করেছেন তারা কখনোই গমগাছ বাজারে বিক্রি করেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করেছে ভারত

২৬ বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী

অনুমতি ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

এবার সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা 

সুগার ড্যাডি থাকলে মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায় 

রাজা চার্লসের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার