ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে ভারত

সংগৃহীত,সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে ভারত

সীমান্ত কাঁটাতারের বেড়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। ঠিক পরদিনই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে ডাকল ভারত।

সীমান্ত বিরোধ বেড়ে যাওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) ভারত শীর্ষ বাংলাদেশি কূটনীতিককে ডেকে পাঠায়।

এরআগে, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

আরও পড়ুন

রবিবার (১২ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘অপরাধশূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যাতে চোরাচালান, মানবপাচার ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।

তিনি জানান, নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিংয়ের ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সমঝোতা আছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলেছে। আমরা আশা করি, যে সমঝোতা হয়েছে সেটি বাস্তবায়ন হবে। অপরাধ প্রতিরোধের জন্য দুপক্ষের মধ্যে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে বলে আমরা আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা

যুদ্ধবিরতিতে নয়, বন্দী বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে : প্রধান উপদেষ্টা

রায়ে অসন্তুষ্ট আছিয়ার পরিবার, উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত

স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে যেতে পুলিশে ফোন, বগুড়ায় গ্রেফতার স্বামী 

পিএসএলে যোগ দিলেন সাকিব, মাঠে নামবেন কবে ?