ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনার বিপক্ষে দারুণ জয় সিলেটের 

খুলনার বিপক্ষে দারুণ জয় সিলেটের 

স্পোর্টস ডেস্ক : জিততে শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ৬ বলে ১৯ রান। শেষ ওভারে রুয়েল মিয়া দ্বিতীয় ও তৃতীয় বলে দুই চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন রনি। কিন্তু এরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। আর সিলেট পায় ৮ রানের দারুণ এক জয়।

এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সিলেট অবস্থান নিয়েছে ষষ্ঠ স্থানে। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে খুলনা আছে চতুর্থ স্থানে। নিয়মিত বিরতিতে উইকেটের পতনের মধ্যেও খুলনার ব্যাটসম্যানরা সবাই কম-বেশি রান পান। কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ইনিংস কেউ খেলতে পারেননি। তাতে জয়ও পাওয়া হয়নি তাদের।

ব্যাট হাতে খুলনার উইলিয়ামস বোসিস্ট সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। ৪০ বলে ৫ চারে এই রান করেন তিনি। মোহাম্মদ নাওয়াজ ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। আর মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৬ বলে ২৮ রান। ৩টি চার ও ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে।

আরও পড়ুন

এর বাইরে দারবিশ রসুলি ১৫, মেহেদী হাসান মিরাজ ১৫ ও আবু হায়দার রনি করেন ১৪ রান। বল হাতে সিলেটের সেরা ছিলেন রুয়েল। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪৫ রানে ২টি ও রিস টপলি ৪ ওভারে সমান রান দিয়ে নেন ২টি উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চাশ বছরেও পাকা হয়নি সড়ক, প্রতিবাদে কাদা রাস্তায় ধান রোপণ

নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করুন : সাবেক এমপি রফিক

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ ও থানায় হামলা মামলায় আটক ৯ দল থেকে বহিষ্কার ৩

তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ

মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন রনি

বগুড়ার সোনাতলায় নন-টেকনিশিয়ান কবিরাজ চালাচ্ছে এক্স-রে মেশিন