ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টিতে রানের নতুন মাইলফলক তামিমের

টি-টোয়েন্টিতে রানের নতুন মাইলফলক তামিমের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক স্পর্শ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তামিম। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচ শুরুর সময় তামিমের টি-টোয়েন্টি রান ছিল ৭,৯৯১। ইনিংসের প্রথম ওভারে কোনো রান না পেলেও, পরের ওভারে স্কোরবোর্ডে নিজের নাম লেখান তিনি। ধীরস্থির শুরু করলেও পঞ্চম ওভারে এসে বাউন্ডারির মাধ্যমে নিজের রান ৭,৯৯৯-এ নিয়ে যান। এরপর সেই ওভারের শেষ বলেই চার মেরে ছুঁয়ে ফেলেন ৮ হাজার রানের মাইলফলক। 

আরও পড়ুন

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছেন ২৭২টি ম্যাচ এবং ২৭১ ইনিংসে ব্যাট করেছেন। ৩২.৯১ গড়ে তার মোট রান ৮০৩১ যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি শতক রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৭০১ রান করেছেন তামিম। বিপিএলে তার রানসংখ্যা ৩৫৮৩ যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফরচুন বরিশালের হয়ে করেছেন ৯৭৭ রান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার সংগ্রহ ৬০৫ রান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমের পরেই রয়েছেন সাকিব আল হাসান, যার রান ৭৪৩৮। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ যার সংগ্রহ ৬০৯০ রান। বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করলেন তামিম ইকবাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪৫৬২ রান করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বসত বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধে থানায় অভিযোগ

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় অকেজো গভীর সেচপাম্প, বোরো মৌসুমে সেচ সংকটের শঙ্কায় কৃষক

প্রখ্যাত সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই, শোক

নভেম্বর থেকে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত